ড. রব্বানীর আজীবন সম্মাননা প্রাপ্তি

ড. রব্বানীর আজীবন সম্মাননা প্রাপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং বাইবিট লিমিডের প্রেসিডেন্ট ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী কে গত ৬ ফেব্রুয়ারি,২০২০ তারিখে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেডিকেল ফিজিক্স এর পক্ষ থেকে চিকিৎসা পদার্থ বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে বাংলাদেশে গবেষণার অগ্রদূত হিসেবে আজীবন সম্মাননা প্রদান করা হয়। ড. রব্বানী তার সুদীর্ঘ গবেষণা জীবনের প্রায় পুরোটা সময় জুড়ে তৃতীয় বিশ্বের ৮০% স্বাস্থ্যসেবাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য গবেষনা চালিয়ে গেছেন এবং বর্তমানেও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। তাঁর গবেষণালব্ধ উদ্ভাবনগুলো শুধুমাত্র পরীক্ষাগারের চার দেয়ালে আবদ্ধ না থেকে সত্যিকার অর্থেই যেন সাধারন মানুষের উপকারে আসে সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি প্রতিষ্ঠা করেছেন অংশীদারবিহীন কোম্পানি – বাইবিট লিমিটেড।

ড. রব্বানীর এই অসামান্য স্বীকৃতি প্রাপ্তিতে বাইবিট পরিবারও সমানভাবে গর্বিত এবং অনুপ্রাণিত। ড. রব্বানী গত কয়েক দশক ধরে তার কাজের মধ্য দিয়ে আমাদের সামনে যে আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, ভবিষ্যতেও বাইবিট পরিবার সে ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।

Enter your keyword