বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে চিকিৎসাযন্ত্র তৈরির অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রব্বানী। সুদীর্ঘকাল বাংলাদেশে থেকেই গবেষণা চালিয়ে যাচ্ছেন ও গবেষণার ফলাফল মানুষের কাছে নিয়ে যাচ্ছেন একজন উদ্যোক্তা হিসেবে। মানুষের জন্য বিজ্ঞান – এই ব্রত সামনে রেখে তিনি তাঁর আবিষ্কারের পেটেন্ট করেন না। সাথে পেয়েছেন এক ঝাঁক তরুণ, যারা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টায় নিবেদিত। এই সাধনার কথা তুলে এনেছে ইংরেজী পত্রিকা The Business Standard তাদের ৫ই এপ্রিলের Panaroma পাতায়, এই লিংকে: